নিজস্ব সংবাদদাতা: নিট মামলায় এবার সুপ্রিম কোর্টের নজরে চলে এলো ১৫৬৩ জন পরীক্ষার্থী, যারা গ্রেস মার্কস পেয়েছিলেন পরীক্ষায়। তাঁদেরকে ফের একবার পরীক্ষায় বসার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। একই সাথে এও জানানো হল, তাঁদেরকে যে গ্রেস মার্কস দেওয়া হয়েছে, যার জেরে ৬৭ জন প্রথম স্থানাধিকারী হয়ে গিয়েছিলেন, সেই গ্রেস মার্কস বাতিল করা হবে।
এদিন সুপ্রিম কোর্ট এই মামলার সম্পূর্ণ বিষয় পুনর্ব্যক্ত করে বলেছে যে, এর জন্যে NEET-UG, 2024-এর কাউন্সেলিং স্থগিত করতে হবে না। আদালতের কথায়, “কাউন্সেলিং চলবে এবং আমরা এটা বন্ধ করব না। যদি পরীক্ষা চলে যায় তবে সবকিছু সামগ্রিকভাবে চলে যায় তাই ভয়ের কিছু নেই”। আগামী ২৩ জুনের পর ফের একটি পরীক্ষার দিন স্থির করতে বলা হয়েছে NTA-কে। একই সাথে পরীক্ষায় বসা ২৪ লাখ পড়ুয়ার পরীক্ষায় যে কোনও অদবদল হবে না, তাও জানিয়েছে আদালত। তবে এখনও চলছে শুনানি প্রক্রিয়া।