৩০০ কোটি আয় করতে গিয়ে নিটের প্রশ্ন ফাঁস! এগিয়ে আসে ৭০০ পরীক্ষার্থী

নিটের প্রশ্ন ফাঁস হয় কীভাবে?

author-image
Anusmita Bhattacharya
New Update
neet-exam-controversy-sc-issues-notice-to-nta-centre-seeking-response-on-alleged-paper-leaks.webp

নিজস্ব সংবাদদাতা: কীভাবে নিটের প্রশ্নফাঁস করা হয়েছিল, সেই বিষয়ে বিস্ফোরক বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এক ব্যক্তি। তার নাম বিজেন্দ্র গুপ্ত। প্রশ্নফাঁসের ঘটনায় এর আগেও ২ বার গ্রেফতার করা হয় তাকে। 

নিটের প্রশ্ন ফাঁস করে ২০০-৩০০ কোটি টাকা আয় করতে চেয়েছিল ওই চক্রীরা। এর জন্য বাছা হয়েছিল ৭০০ পরীক্ষার্থীকে। বিজেন্দ্র দাবি করেন যে প্রশ্নপত্রগুলি পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগে রাস্তাতেই কিছু প্রশ্ন সরিয়ে নেওয়া হয়। যে গাড়ি করে প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকেই ফাঁস করা হয় প্রশ্ন।

Adddd