নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এদিন বলেন, “রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের পরে আলোচনা সর্বদা করা হয়। নিট ইস্যুতে সরকারের লুকানোর কিছু নেই। কেন্দ্রীয় সংস্থাগুলি পেপার ফাঁসের ইস্যুতে তদন্ত চালাচ্ছে। পড়ুয়াদের স্বার্থে সরকার নিশ্চয় সিদ্ধান্ত নেবে"।
নতুন ফৌজদারি আইন কার্যকরী সম্পর্কে এদিন চিরাগ বলেন, "যথাযথ আলোচনার পর আইনগুলো পাশ করা হয়। নতুন আইন যুক্ত করা হয়েছে এখানে। সরকারের পাশ করা সবকিছুর বিরোধিতা করা উচিত নয় বলেই আমি মনে করি”।