NEET কাণ্ড, এবার কংগ্রেসও চায় সিবিআই তদন্ত

এই নিয়ে সারা দেশে কংগ্রেস প্রতিবাদ করছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
latest-news-and-live-updates-15-june-2024-pm-modi-rain-heatwave-india-delhi-watercrisis-congress-bjp.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: অমরিন্দর সিং রাজা ওয়ারিং এদিন বলেন, “যেভাবে দেশের যুবকদের ভবিষ্যতকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে তা একটি গুরুতর অন্যায়। এই নিয়ে সারা দেশে কংগ্রেস প্রতিবাদ করছে। যদি সিবিআই তদন্ত হচ্ছে, তা করা উচিত। তবে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে তা না হলে এই তদন্তের কোনো মানে থাকবে না”।

NEET মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় নিরাপত্তার দোহাই, অন্তর্বাস খুলতে বাধ্য করা হল ছাত্রীকে

Add 1