শুধু মৌনী অমাব্যসায় মহাকুম্ভে স্নান করলেন প্রায় ৫ কোটি!

শুধু মৌনী অমাব্যসায় মহাকুম্ভে স্নান করলেন প্রায় ৫ কোটি।

author-image
Tamalika Chakraborty
New Update
সোপো কহসবপ

নিজস্ব সংবাদদাতা: মৌনী অমাবস্যা উপলক্ষে দ্বিতীয় অমৃত স্নানের জন্য ত্রিবেণী সঙ্গমে ছোট ছোট শোভাযাত্রায় সাধুদের আগমন অব্যাহত রয়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪.২৪কোটি ভক্ত পবিত্র স্নান করেছেন। আজ অবধি পবিত্র স্নান করা ভক্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে।