নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মায়ানমার। আর এবার মায়ানমার কে এই বিপদের হাত থেকে বাঁচাতে বড় দায়িত্ব নিতে চলেছে ভারত। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে, NDRF-এর DIG মহসেন শাহেদি জানিয়েছেন, ''৮০ জন উদ্ধারকর্মীর একটি স্পেশাল টিম ইতিমধ্যেই মায়ানমারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ৮০ জনের এই দলটি দুটি বিমানে পাঠানো হয়েছে। এর মধ্যে একটি বিমান ইতিমধ্যেই রওনা দিয়েছে, আর দ্বিতীয় বিমানটি হিন্ডন এয়ার বেস থেকে খুব শীঘ্রই ছাড়া হবে।''
/anm-bengali/media/media_files/2025/03/29/smmY2OUntp7gpUv04bSF.jpg)
তিনি আরও বলেন, "আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কলকাতায় আরও একটি রিজার্ভ দল রেখেছি, যাতে প্রয়োজন হলে দ্রুত দ্বিতীয় দল পাঠানো যায়।"