নিজস্ব সংবাদদাতা: ভোটের ফলাফল বেড়িয়ে গিয়েছে গতকাল। এনডিএ-র অবস্থান আর ইন্ডিয়া জোটের অবস্থান জানা গিয়েছে ইতিমধ্যেই। এবার হচ্ছে আসল বিষয়। পালাবদলের রাজনীতি নাকি ৩.০ মোদি সরকার, কার পাল্লা ভারী হবে? এখন সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। আর সেই জট খুলতেই আজ দিল্লিতে বসছে জোড়া বৈঠক।
এনডিএ শিবিরের বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা সেকেন্দ্রাবাদের বিজেপি সাংসদ জি কিষাণ রেড্ডি আজ দিল্লি উড়ে গেলেন। দিল্লি উড়ে যাওয়ার আগে তিনি বলেন, “কোনও অসুবিধা নেই, সব দল আমাদের সঙ্গে আছে। আমরা সবার সঙ্গে কথা বলেছি। এটা নতুন জোট নয়, নির্বাচনের আগেও আমরা জোটে ছিলাম। একসঙ্গে কাজ করেছি। তাই কোনো সমস্যা নেই। এনডিএ অবশ্যই সরকার গড়ছে”।