নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর (Manipur) সহ গোটা দেশ আবারও মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থেকেছে। গণধর্ষণের পর মণিপুরের রাস্তায় দুজন মহিলাকে ঘোরানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছে পড়েছে। এদিকে এহেন নক্ক্যারজনক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এদিকে এই ঘটনা নিয়ে এবার সরব হল জাতীয় মহিলা কমিশন। আজ বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশন আনুষ্ঠানিকভাবে টুইটার ইন্ডিয়ার পাবলিক পলিসি প্রধানকে মণিপুরের রাস্তায় দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিওটি মুছে ফেলার জন্য নির্দেশ দিয়েছে। মহিলা কমিশন জানিয়েছে, এই ভিডিও-র জেরে নির্যাতিতাদের পরিচয় প্রকাশ্যে চলে আসছে আর এটি শাস্তিযোগ্য অপরাধ।