মণিপুরের ঘটনার নিন্দা করল জাতীয় মহিলা কমিশন

মণিপুরের ঘটনা নিয়ে এবার সরব হল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন্মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের একটি রাস্তায় দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনার নিন্দা প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)। এনসিডব্লিউ-র প্রধান রেখা শর্মা বলেন, "এনসিডব্লিউ মণিপুরের ঘটনার নিন্দা জানাচ্ছে। স্বতঃপ্রণোদিত ভাবে বিবেচনা করা হচ্ছে। মণিপুরের ডিজিপিকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।"

রেখা শর্মা আরও বলেন, "এই ঘটনায় এক প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং সন্ধ্যার মধ্যে আরও অপরাধীদের গ্রেফতার করা হতে পারে। আমরা টুইটারকে তাদের প্ল্যাটফর্মে এই জাতীয় ভিডিও প্রচারের অনুমতি দেওয়ার বিরুদ্ধে একটি নোটিশও দিয়েছি। এটি সত্যিই মর্মান্তিক এবং এনসিডব্লিউ এই ঘটনার বিষয়টি আমলে নিয়েছে। রাজস্থান ও মণিপুর থেকে এই ধরনের অনেক ঘটনা সামনে আসছে। আমি প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে।"

উল্লেখ্য, দু'জন মহিলাকে নগ্ন করে প্যারেড করার একটি ভিডিও একদিন আগে ভাইরাল হয়েছিল, যা নতুন বিতর্কের জন্ম দেয়।