নিজস্ব সংবাদদাতা : আজ মুর্শিদাবাদের হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে দেখা করতে রাজ্যে এসেছে, ন্যাশনাল কমিশন ফর উইমেন (NCW) এর একটি বিশেষ টিম। আর এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে কথা বলে নিজের প্রতিক্রিয়া জানালেন, জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। তিনি জানান,"প্রত্যেক মানুষেরই নারীদের প্রতি সংবেদনশীল হওয়া উচিৎ, কারণ এই সংবেদনশীলতাই নারীদের ন্যায় নিশ্চিত করতে পারে।"
/anm-bengali/media/media_files/2025/04/12/6venJMUyBYROetjRQIuG.JPG)
এরপর তিনি আরও বলেন, ''সংবেদনশীলতার অভাব থেকেই নানা ধরনের সমস্যা ও অন্যায়ের সৃষ্টি হয়।''