শরদ পাওয়ারকে নিয়ে কটূক্তি! বিক্ষোভ এনসিপি কর্মীদের

বিজেপি নেতা নীলেশ রাণের বিরুদ্ধে বিক্ষোভরত কয়েকজন এনসিপি কর্মীকে আটক করেছে মুম্বই পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ঝচভ

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা নীলেশ রাণে শরদ পাওয়ারকে 'আওরঙ্গজেবের পুনর্জন্ম' বলে বর্ণনা করায় মহারাষ্ট্রে তোলপাড় শুরু হয়েছে।  নীলেশ রাণের এই বক্তব্যের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে এনসিপি।  বিজেপি নেতা নীলেশ রাণে মারাঠি ভাষায় টুইট করেছেন যে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাওয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মাঝে মাঝে মনে হয় আওরঙ্গজেবের পুনর্জন্ম হয়েছে অর্থাৎ শরদ পাওয়ার।

সূত্রে খবর, পরে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ।