নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পরেও কাটছে না জট। মহারাষ্ট্রে (Maharashtra) ফের সরকার গড়ার সম্ভাবনা উদ্ধব ঠাকরেদের (Uddhav Thackeray) সামনে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। দল বদলের সম্ভাবনা ভারতীয় রাজনীতিতে রয়েই যায়। তার প্রেক্ষিতে মহারাষ্ট্র এনসিপি (NCP) সভাপতি জয়ন্ত পাতিল বলেছেন, "আমার মনে হয় যদি ১৬ জন বিধায়ককে অযোগ্য ঘোষণা করা হয়, তাহলে শিন্ডে সরকারের পতন ঘটবে। শিন্ডে গ্রুপের বাকি বিধায়করা উদ্ধব ঠাকরের সঙ্গে যোগ দিতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। বিজেপি যেহেতু সংখ্যায় বৃহত্তম দল, তাই রাজ্যপাল তাদের কাছে যেতে পারেন এবং যদি তাদের সংখ্যা থাকে তবে তারা সরকার গঠন করতে পারে।"