নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রফুল প্যাটেলকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। সূত্রে খবর, এনসিপির জাতীয় সভাপতি তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অফিস থেকে প্রফুল প্যাটেলের নাম ঘোষণা করা হয়। জানা গিয়েছে, সংসদের উচ্চকক্ষের সদস্যপদের জন্য নির্বাচন ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)