নিজস্ব সংবাদদাতা: সংসদের দুই কক্ষ থেকে মোট ১৪৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে বিরোধী দলগুলি নেমেছে প্রতিবাদে। এই নিয়ে এনসিপি সংসদ সুপ্রিয়া সুলে বলেন, 'এটি হল গণতন্ত্রের হত্যা। মনে হচ্ছে যেন দেশে জরুরিকালীন পরিস্থিতি তৈরি হয়েছে'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
BIG NEWS: ১৪৩ সাংসদ সাসপেন্ড! দেশে জরুরি অবস্থা
১৪৩ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন এ যাবৎ। এই নিয়ে এবার এক সাংসদ দাবি করলেন যে যেন দেশে জরুরি অবস্থা চলছে।
নিজস্ব সংবাদদাতা: সংসদের দুই কক্ষ থেকে মোট ১৪৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে বিরোধী দলগুলি নেমেছে প্রতিবাদে। এই নিয়ে এনসিপি সংসদ সুপ্রিয়া সুলে বলেন, 'এটি হল গণতন্ত্রের হত্যা। মনে হচ্ছে যেন দেশে জরুরিকালীন পরিস্থিতি তৈরি হয়েছে'।