নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা নওয়াব মালিককে ২০২২ সালের গোড়ার দিকে গ্রেফতার করা মানি লন্ডারিং মামলায় দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার তিন দিন পর সোমবার তাঁকে একটি বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রেফতারের দেড় বছর পর রাত ৮টার দিকে কুরলার শহরতলির হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় মালিককে, যেখানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। এনসিপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নওয়াব মালিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের বাসভবনে পৌঁছেছেন।