NCP Crisis: দুপুর ১টায় সবকিছু চূড়ান্ত হবে?

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের মাঝেই রাজ্যের নতুন উপ মুখ্যমন্ত্রী ও প্রাক্তন এনসিপি নেতা অজিত পাওয়ারের (Ajit Pawar) বৈঠকে যোগ দিলেন ৫ বিধায়ক।

author-image
SWETA MITRA
New Update
ncp.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ এনসিপি (NCP) দলের সঙ্কটকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। শিবসেনার মতোই এবার এনসিপিও যেন দুই গোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এক দলে রয়েছেন শরদ পাওয়ার (Sharad Pawar), অন্য গোষ্ঠীতে রয়েছেন শরদ পাওয়ারের ভাগ্নে অজিত পাওয়ার (Ajit Pawar)। এদিকে এনসিপি ছাড়ার পরেই রাতারাতি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর পদে বসে গিয়েছেন অজিত পাওয়ার। এসবের মাঝেই দলের আগাম ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করতে শরদ পাওয়ার ও অজিত পাওয়ার দুজনেই নিজের সমর্থকদের নিয়ে এক বৈঠক ডেকেছেন। এনসিপি নেতা জিতেন্দ্র আওয়াদ, যিনি কিনা শরদ পাওয়ারের গোষ্ঠীর খাস লোক বলে পরিচিত, বুধবার মুম্বইয়ে ওয়াইবি চৌহানের কাছে গিয়ে বলেন, "আমরা দেখব দুপুর ১টায় কী হয়। আরও নেতা আসবেন।“