এনসিপির নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা বিজেপির

ভগবান রামকে "আমিষভোজী" বলেছেন এনসিপি নেতা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jitendra awhad.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এনসিপি নেতার ভগবান রামকে নিয়ে কু-মন্তব্য! স্বাভাবিক ভাবেই গর্জে উঠছে বিজেপি। তাঁর বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে গেরুয়া শিবির, বলে জানা যাচ্ছে। বিজেপি নেতা রাম কদম, ইতিমধ্যেই এনসিপি - শরদ পাওয়ার গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ভগবান রামকে "আমিষভোজী" বলেছেন এনসিপি নেতা, তাই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

বিজেপি নেতা জানিয়েছেন, “তাদের মানসিকতা হল রামভক্তদের অনুভূতিতে আঘাত করা। ভোট সংগ্রহের জন্য তারা হিন্দু ধর্মকে নিয়ে ঠাট্টা করতেও পিছপা হয় না। কিন্তু তা মেনে নেওয়া হবে না একেবারেই। রামমন্দির যে তৈরি করা হয়েছে তাতে 'ঘামন্ডি' জোটের কোনও প্রভাব আমরা পড়তে দেব না”। শ্রীরামকে নিয়ে কুমন্তব্য, খুব তাড়াতাড়ি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা যাচ্ছে।

 

hiren