নিজস্ব সংবাদদাতাঃ মোদী ক্যাবিনেটে যেতে পারেন শরদ পাওয়ার (Sharad Pawar)? এই জল্পনার মাঝেই আজ বুধবার সাংবাদিক বৈঠক করে রীতিমতো বোমা ফাটালেন এনসিপি প্রধান। তিনি জানান,'গত আট-দশ দিন ধরে আমি মহারাষ্ট্রজুড়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছি। দু'দিন আগে সোলাপুরের সাঙ্গোলা এলাকার বিভিন্ন জায়গায় অন্তত এক হাজার লোক আমার গাড়ি থামিয়েছিল। পুনে, সাতারা এবং অন্যান্য জায়গা থেকে অনেক পার্টি কর্মী আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি আগামীকাল বিড পরিদর্শন করব।‘ এদিন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের দাবিও প্রত্যাখ্যান করেছেন পওয়ার। এনসিপি প্রধান বা তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে ক্যাবিনেট মন্ত্রী পদের জন্য বিজেপির কাছ থেকে কোনওরকম প্রস্তাব পাননি বলে সাফ জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, অজিতের সঙ্গে বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি বলেন, ‘আমাকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।‘ সম্প্রতি পৃথ্বীরাজ চৌহান দাবি করেছিলেন যে বিজেপির অফিসের জন্য জিত এবং শরদের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছিল।