নিজস্ব সংবাদদাতাঃ এনডিএ-তে যোগ দিয়ে নীতিশ কুমারের বিহারের মুখ্যমন্ত্রী হওয়া প্রসঙ্গে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, "পাটনায় যা হয়েছে, এত অল্প সময়ে এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি। আমার মনে আছে, নীতিশ কুমারই সমস্ত অবিজেপি দলগুলোকে পাটনায় ডেকেছিলেন। তাঁর ভূমিকাও একই রকম ছিল কিন্তু গত ১০-১৫ দিনে যা ঘটেছে যে তিনি এই আদর্শ ত্যাগ করেছেন এবং আজ বিজেপিতে যোগ দিয়ে সরকার গঠন করেছেন। গত ১০ দিনে তিনি এমন পদক্ষেপ নেবেন বলে মনে হয়নি। উল্টে বিজেপির বিরুদ্ধে ভূমিকা রাখছেন তিনি। জানি না হঠাৎ কী হয়ে গেল, তবে ভবিষ্যতে তার ভূমিকার জন্য জনগণ অবশ্যই তাকে উচিত শিক্ষা দেবে।"