নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকার জম্মু ও কাশ্মীরের সরকারকে এড়িয়ে কাজ করতে চাইছে। জম্মু ও কাশ্মীরের জনগণ নির্বাচনে যে রায় দিয়েছে, তাকে অপমান করছে কেন্দ্র সরকার বলে ন্যাশনাল কনফারেন্সের তরফে অভিযোগ করা হয়েছে। এই প্রেক্ষিতে, ন্যাশনাল কনফারেন্সের নেতা ইমরান নবী দার বলেছেন, " এখানে ক্ষমতায় থাকার জন্য নির্বাচিত ব্যক্তিদের কৌশলগতভাবে দূরে রাখা হচ্ছে যা গতকাল ওমর আবদুল্লাহ বর্ণনা করেছিলেন। ভারত সরকার কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, যে কারণে মসজিদে তালা লাগানোর মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে কাশ্মীর প্রশাসনের নিজেদের উপর পূর্ণ আস্থা আছে এবং রমজানে নামাজ পড়ার সময় কোনও বাধা আসতে দেবে না। যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা পর্যালোচনা সভা করেছিলেন, তখন জম্মু ও কাশ্মীরের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি। এটি ম্যান্ডেটের উপর রসিকতা বলে মনে হয়েছিল। আমরা চাই প্রশাসনে দ্বৈত ব্যবস্থা এবং বিশৃঙ্খলা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক।"