নিজস্ব সংবাদদাতাঃ বস্তার নকশাল-পুলিশ এনকাউন্টারে বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ ভোটের প্রস্তুতি এবং নকশাল ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১৩ জন নকশাল নিহত হয়েছে। এই বিষয়ে আইজি পি সুন্দররাজ বলেছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, '... অবাধ ও নিরাপদ ভোটগ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করতে ডিআরজি, কোবরা, বস্তার বাহিনী, সিআরপিএফ, বিএসএফ এবং আইটিবিপি কাজ করছে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের জন্য বাড়তি ফোর্স বরাদ্দ করা হয়েছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্ত এলাকার সঙ্গে সমন্বয় বৈঠক। ''
নকশাল অভিযান নিয়ে তিনি আরও বলেন, "... ১৩ নকশালদের দেহ উদ্ধার, ৩ মহিলা লাশগুলো শনাক্ত করা হচ্ছে। ''