ভেস্তে গেল পাকিস্তানের অসাধু উদ্দেশ্য, অভিযান চালাল Indian Navy

এনসিবি (NCB) এবং নৌবাহিনী (Indian Navy) ভারত মহাসাগরে একটি সফল অভিযান পরিচালনা করেছে। ইরানের (Iran) চাবাহার বন্দর থেকে শুরু হয়েছিল অভিযান। মাদকের উৎস পাকিস্তান (Pakistan)।

author-image
Pritam Santra
New Update
navy

নিজস্ব সংবাদদাতাঃ এনসিবি (NCB) এবং নৌবাহিনী (Indian Navy) ভারত মহাসাগরে একটি সফল অভিযান পরিচালনা করেছে। ইরানের (Iran) চাবাহার বন্দর থেকে শুরু হয়েছিল অভিযান। মাদকের উৎস পাকিস্তান (Pakistan)। মূল জাহাজটি সমুদ্রের বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। ছোট ছোট নৌকাগুলো বিভিন্ন দেশ থেকে যেত এবং মূল জাহাজ থেকে চালান সংগ্রহ করত। এই চালানটি শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারতে পাচার করা হতো বলে অনুমান।