নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র হাতে রয়েছে কটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে দুর্গা পুজো। পশ্চিম বাংলার সবচেয়ে জনপ্রিয় উৎসব হল। তবে বাংলার গণ্ডি পেরিয়ে এই উৎসব সারা ভারতে ছড়িয়ে পড়েছে।
সেজে উঠেছে গুজরাট রাজ্যও। গুজরাটের সুরাটে চলছে দেবী দুর্গার আগমনের প্রস্তুতি। কুমোর পাড়ায় চলছে তারই সাজো সাজো রব। বাংলার বাইরে এই উৎসব 'নবরাত্রি' নামে পরিচিত। নয় দিন ধরে চলা এই উৎসবে সারা ভারতের মানুষজন মেতে ওঠেন।
দেখে নিন গুজরাটের কিছু প্রস্তুতি।