চলছে নবরাত্রির প্রস্তুতি, সেজে উঠছে দুর্গা প্রতিমা, দেখুন ভিডিও

নবরাত্রি হলো একটি রাত ব্যাপী হিন্দু উৎসব এবং এটি প্রত্যেক বছরের শরৎকালে উৎযাপিত হয়। উৎসবটিকে নভরাত্রি, নঔরাত্রি, নবরাহত্রি, নবরাতাম, বা নঔরাতাম হিসেবেও বানান করা হয়।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র হাতে রয়েছে কটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে দুর্গা পুজো। পশ্চিম বাংলার সবচেয়ে জনপ্রিয় উৎসব হল। তবে বাংলার গণ্ডি পেরিয়ে এই উৎসব সারা ভারতে ছড়িয়ে পড়েছে। 

hiring.jpg

সেজে উঠেছে গুজরাট রাজ্যও। গুজরাটের সুরাটে চলছে দেবী দুর্গার আগমনের প্রস্তুতি। কুমোর পাড়ায় চলছে তারই সাজো সাজো রব। বাংলার বাইরে এই উৎসব 'নবরাত্রি' নামে পরিচিত। নয় দিন ধরে চলা এই উৎসবে সারা ভারতের মানুষজন মেতে ওঠেন। 

hiring 2.jpeg

দেখে নিন গুজরাটের কিছু প্রস্তুতি।