নিজস্ব সংবাদদাতা : নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। এটি সনাতন ধর্মের একটি মহাপুজো অনুষ্ঠান যা মূলত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ১ম দিন থেকে শুরু করে ৯ম দিন পর্যন্ত পালিত হয়। এই পুজো হয় মূলত দেবী দুর্গার উদ্দেশ্য। মা দুর্গার ৯ টি রূপ যা নবদুর্গা বলে পরিচিত -নবরাত্রিতে এরাই পুজিত হন।এই নয় রূপ হল যথাক্রমে - শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী ৷ প্রতি শরৎকালে নবরাত্রির নয় দিনে প্রতিদিন দেবী দুর্গার এই নয় রূপের এক একজনকে পূজা করা হয় ৷ আর নবরাত্রিতে এবারের চমক ৫০০০-এরও বেশি লেবু দিয়ে স্যান্ড আর্ট! তৈরি করা হয়েছে মায়ের মুখ। শিল্পকর্মটি শোভা পাচ্ছে কর্ণাটকের বিজাপুরে। ওড়িশার প্রখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়ক শিল্পকর্মটি তৈরি করেছেন। দেখে নিন ভিডিও।