নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার নড়েচড়ে বসল এনআইএ (NIA)। শ্রী রাষ্ট্রীয় রাজপুত কর্নি সেনার প্রধান সুখদেব সিং গোগামেডি হত্যার ঘটনায় হরিয়ানা ও রাজস্থানের ৩১টি জায়গায় তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যাচ্ছে এনআইএ-র আধিকারিকদের। শুধুমাত্র তাই নয়, একের পর এক জায়গাকে খতিয়ে অবধি দেখছেন আধিকারিকরা। প্রশ্ন উঠছে, আজই কি তবে কোনও রাঘববোয়াল গ্রেফতার হবে? একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, দুই ব্যক্তি হঠাৎ করে গোগামেডিকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। তাঁর সঙ্গে বসে থাকা তাঁর নিরাপত্তারক্ষী অজিত সিং হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং তাদের মধ্যে একজনকে হত্যা করে। এই ঘটনায় সিংও গুলিবিদ্ধ হন। গোগামেদি যখন মাটিতে পড়ে যায়, তখন আততায়ীরা বেরিয়ে যাওয়ার আগে পিঠে একটি শেষ গুলি চালায়।