অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল এই কেন্দ্রীয় সংস্থা

পাঁচ রাজ্যের নির্বাচন চলছে। আর কয়েক মাস পরই লোকসভা নির্বাচন। তার আগে, ফের ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলা নিয়ে সক্রিয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। মঙ্গলবার (২১ নভেম্বর) প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-র অধীনে নথিভুক্ত তহবিল তছরুপের মামলায় ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল এই কেন্দ্রীয় সংস্থা।

সংস্থার ৭৬ শতাংশ শেয়ারের মালিক রাহুল ও সনিয়া গান্ধী

সম্পত্তিগুলির মধ্যে রয়েছে দিল্লি ও মুম্বইয়ের ন্যাশনাল হেরাল্ড হাউস এবং লখনউয়ের নেহরু ভবন। বাজেয়াপ্ত হওয়া ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তির মধ্যে ইয়ং ইন্ডিয়ান সংস্থার সম্পত্তি রয়েছে ৯০ কোটি টাকার। এই সংস্থার ৭৬ শতাংশ শেয়ারের মালিক রাহুল ও সনিয়া গান্ধী।