নিজস্ব সংবাদদাতা : আগামীকাল তাঁত দিবস। ৭ই আগস্ট দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপে দুপুর ১২টায় জাতীয় তাঁত দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সেকথা জানিয়ে ট্যুইটে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন,''স্থানীয় টেক্সটাইল এবং তাঁতকে জনপ্রিয় করার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি উপলক্ষ যা স্থানীয়দের উদ্বুদ্ধ করে।''