নিজস্ব সংবাদদাতা: ৩১ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল আম আদমি পার্টির জাতীয় এক্সিকিউটিভ এবং জাতীয় কাউন্সিল দলের বৈঠক রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক সম্পন্ন হবে বলে জানা গেছে। লোকসভা ভোটের আগের প্ল্যান নিয়েই কি হবে আলোচনা?
National Executive and National Council meeting of Aam Aadmi Party to take place on 31st December via video conferencing.