নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরে সেপ্টেম্বরের ১৮, ২৫ ও ১ অক্টোবর বিধানসভা নির্বাচন; ৪ অক্টোবর ভোট গণনা নিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেন, ''দের আয়ে দুরুস্ত আয়ে'। নির্বাচন কমিশন তিন দফায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। অল্প সময়ের মধ্যে শিডিউল শেষ হয়ে যাবে। ১৯৮৭-১৯৮৮ সালের পর এই প্রথম জম্মু ও কাশ্মীরে এত কম দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সম্মেলন এই দিনটির জন্য প্রস্তুত ছিল। আমরা শীঘ্রই নির্বাচনী প্রচারণা শুরু করব।"
#WATCH | On Assembly poll in J&K to be held on Sept 18, 25 & October 1; Counting of votes on Oct 4, National Conference leader Omar Abdullah says, "...'Der aaye durust aaye'. The Election Commission has announced the dates of the elections in three phases. The schedule will be… pic.twitter.com/nDCZgloxoJ