বড় খবর: আগামীকাল ভারত বনধ!

এবার পথে নামছে জাতীয় অনগ্রসর শ্রেণি মোর্চা। জাতিশুমারি করা নিয়ে দাবি তাদের। সরকারকে বার্তা দিয়েই বনধের সিদ্ধান্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
bandh.jpg

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল অর্থাৎ ৩০ এপ্রিল, রবিবার ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে জাতীয় অনগ্রসর শ্রেণি মোর্চা (National Commission for Backward Classes)। জরুরী পরিষেবা (Emergency Service) বাদ দিয়ে সব বন্ধ রাখার আবেদন জানিয়েছে তারা। ফ্রন্টের দাবি যে ওবিসিদের জাতিশুমারি (Race Census) করা হোক। অনগ্রসর শ্রেণির নেতারা (Backward Class Leader) দাবি করছেন যে অনগ্রসর শ্রেণির আদমশুমারি না করা অনগ্রসর সমাজের কাছে বড় অপমান। এই পরিস্থিতিতে সরকারের ঘুম ভাঙাতেই তাদের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।