নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্র ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, “যাঁরা পরীক্ষা দেন - পুলিশ, আইএএস-আইপিএস- তাঁদের ঋণ কত মকুব করা হয়েছে? এক টাকাও নয়। শ্রমিকদের কত ঋণ মকুব করা হয়েছে? এক টাকাও নয়। ছোট দোকানদারের সংখ্যা কত? এক টাকাও নয়।”
তিনি আরও বলেছেন, “ধনীদের ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। এটা আর্থিক অবিচার। ভারতের ৭০ কোটি মানুষের কাছে যে পরিমাণ অর্থ রয়েছে, ভারতের ২২ জনের কাছে সেই পরিমাণ অর্থ রয়েছে। এটা অন্যায়। আমরা এর বিরুদ্ধে এই ন্যায় যাত্রা করছি।”