নিজস্ব সংবাদদাতা: বিজেপির অধীনে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ মোকাবিলায় মহিলা কংগ্রেস 'নারী ন্যায় পদযাত্রা' শুরু করবে। এই বিশেষ ঘোষণা করলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি অলকা লাম্বা। ত্রিপুরা রাজ্যজুড়ে এই পদযাত্রা হবে। তিনি বলেন, "নারী ন্যায় হল পাঁচটি প্রধান নীতির মধ্যে যার ভিত্তিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশব্যাপী ভারত জোড়া ন্যায় যাত্রা পালন করছেন। বিজেপি বেটি বাঁচাও- এর কথা বলে কিন্তু বাস্তবে যারা আমাদের মেয়েদের ধর্ষণ করে, শ্লীলতাহানি করে, তাদের বাঁচাচ্ছে। তাই, আমি নারীদের একত্রিত করতে সারাদেশে ঘুরে বেড়াচ্ছি। আমি গত ৫০ বছরে হরিয়ানা, তামিলনাড়ু এবং ত্রিপুরা সহ ২২টি রাজ্য ভ্রমণ করেছি"।