নিজস্ব সংবাদদাতা : আজ লোকসভায় মহাকুম্ভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের, ভূয়সী প্রশংসা করেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন, "যখন প্রধানমন্ত্রী মোদী মহাকুম্ভ নিয়ে নিজের বক্তব্য রাখছিলেন, তখন সেটি প্রতিটি ভারতীয়র জন্যই একটি ঐতিহাসিক এবং গর্বের মুহূর্ত ছিল।"
/anm-bengali/media/media_files/xo97pqYpo42rJsyMLpWv.jpg)
এছাড়াও তিনি বলেন, "দুঃখের বিষয়, আজও কিছু মানুষ এই বক্তব্যের ইতিবাচক দিকগুলি দেখার পরিবর্তে, শুধুমাত্র নেতিবাচক দিকগুলি খুঁজছেন। এরা সেই একই মানুষ, যারা কখনও ভারতের মহত্ব এবং ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করতে পারেনি।"