নিজস্ব সংবাদদাতা: শুরু হয়ে গেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। আজ চতুর্থ দফার ভোট চলছে। কাল বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন মোদী। এবার কি ক্ষমতার পরিবর্তন হবে? নাকি আবারও বিজেপি সরকার শাসকদলের ভূমিকায় ফিরতে চলেছে? ২০২৪-এর লোকসভা ভোটে কি টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন নরেন্দ্র মোদী? কী বলছে জ্যোতিষশাস্ত্র?
গুজরাতের মেহসানার ভাদনগরে ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম হয় নরেন্দ্রভাই দামোদরদাস মোদীর। রাশি বৃশ্চিক। মোদীর জন্মছকে চাঁদ ও মঙ্গলের যুতিতে লক্ষ্মী যোগ আছে। এইর প্রভাবেই দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। তারপর ২০১৪ সালের মে মাস থেকে ভারতের প্রধানমন্ত্রী হন তিনি। পরপর দুটি লোকসভা নির্বাচনে মোদীর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাঁর জন্মছকের লাভের ঘরে পঞ্চম ঘরে রাহু এবং কন্যা রাশির বুধ ও দশম অধিপতি সূর্যের দিক থেকে একটি ভালো রাজযোগ আছে। ফলে তাঁর ভোটকৌশলের এবং নীতির পারদর্শিতা বজায় আছে।