নিজস্ব সংবাদদাতা : বড় সাফল্য অর্জন করতে চলেছে নরেন্দ্র মোদির স্বপ্নের প্রজেক্ট 'মেক ইন ইন্ডিয়া'। আজ জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
/anm-bengali/media/media_files/2025/03/05/bDfIPNafqgbaVrkcXMBJ.jpeg)
তিনি জানিয়েছেন, ''তাতসুও ইয়াসুনাগার নেতৃত্বাধীন জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে, আজ আমি ভীষণ আনন্দিত। ভারতে তাদের বিনিয়োগ পরিকল্পনা ও 'মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড'-এর প্রতি তাদের উৎসাহ দেখে আমি গর্বিত। জাপানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পেতে চলেছে।" ভারতে জাপানের বিনিয়োগ বৃদ্ধি পেলে, তা ভারতীয় অর্থনীতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।