ভারতরত্ন, নরেন্দ্র মোদী সরকার গোটা দেশের কথা ভাবে!

কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা প্রসঙ্গে বড় বক্তব্য করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ।

author-image
Aniruddha Chakraborty
New Update
কজ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা প্রসঙ্গে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, "বহু প্রতীক্ষিত এই সিদ্ধান্তের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন প্রদান করা দেশের পিছিয়ে পড়া গরিবদের সম্মান।" 

বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, "তিনি এতটাই সৎ নেতা ছিলেন যে তা আজও আলোচিত হয়। তিনি গরিব, বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষকে মূলস্রোতের সঙ্গে যুক্ত করেছিলেন। তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার জন্য আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। এ যেন গরিবের সম্মান, তার কন্ঠস্বর, পিছিয়ে পড়াদের কণ্ঠস্বর। পূর্ববর্তী অনেক সরকার কেবল তাদের চারপাশের লোকদের সম্পর্কে চিন্তা করত। কেউ কেউ শুধু নিজের পরিবারের কথা ভাবতেন। নরেন্দ্র মোদী সরকার গোটা দেশের কথা ভাবে।" 

hire