"ভারতের ভাষাগত বৈচিত্র্যই ভারতের ঐক্য ও শক্তির প্রতীক" ! নরেন্দ্র মোদী

কি বললেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
narendra modiio1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ মারাঠি সাহিত্য সম্মেলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন '' রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) মাধ্যমেই আমি মারাঠি ভাষা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়েছি। মারাঠি ভাষা মধুর মতো মিষ্টি।'' এই প্রসঙ্গেই আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়েও নিজের মনোভাব ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, '' ভারতের বিভিন্ন ভাষার মধ্যে কখনো কোনো শত্রুতা ছিল না।'' তিনি ভাষাগত বৈচিত্র্যকেই দেশের ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেন।