দাঁড়িয়ে আছে নাগপুর বিমানবন্দর, কড়া শাস্তির মুখে বন্দর কর্তারা, ঘোষণা মন্ত্রীর

'সুপ্রিম কোর্টে সিদ্ধান্তের অভাবে কাজ বিলম্বিত হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india airport.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এদিন নাগপুর পৌঁছে বলেন, “নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মামলাটি কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে ছিল, এখন সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত দিয়েছে। বিমানবন্দরের কাজ দুই থেকে আড়াই বছর ধরে ঝুলে আছে। সুপ্রিম কোর্টে সিদ্ধান্তের অভাবে কাজ বিলম্বিত হয়েছে। বিমানবন্দরের এয়ারস্ট্রিপ আগে হস্তান্তর করা হলে ভাল হত। কেজি গুপ্তা কোম্পানিকে ২০২৪ সালে কাজ দেওয়া হয়েছিল। এই কোম্পানির সম্পূর্ণ যন্ত্রপাতি ছিল না। আরও রোলার থাকলে এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যেত। আজ আমি বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, জনগণকে দ্বিগুণ হারে টিকিট কিনতে হচ্ছে, কর্তৃপক্ষ এর জন্য দায়ী। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি, তাই আমি জনসাধারণের কাছে ক্ষমাপ্রার্থী। তবে এর কড়া শাস্তিও দেওয়া হবে। বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাসপেন্ড করা হবে। আমি নিজে ব্যবস্থা নেব”।

nitin2.jpg