নিজস্ব সংবাদদাতা:পুদুচেরিতে একটি রোড শো চলাকালীন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, "গত দশ বছরে প্রধানমন্ত্রী মোদি ভারতীয় রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তিনি ৬০ বছর ধরে প্রচলিত রাজনৈতিক কর্মপদ্ধতি পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। ৭০ বছর আগে ছিল তুষ্টির রাজনীতি, বিভাজনের রাজনীতি, এক বর্ণের বিরুদ্ধে অন্য বর্ণের লড়াইয়ের রাজনীতি। এটাই ছিল তখনকার কংগ্রেসের সংস্কৃতি।
/anm-bengali/media/media_files/jgtCws763txK1vMsBYqX.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)