নিজস্ব সংবাদদাতাঃ কালিম্পং (Kalimpong) ও সিকিমের (Sikkim) পরিস্থিতি নিয়ে উদ্বেগে নবান্ন। সেখানকার সকল পরিস্থিতি খতিয়ে দেখে মুহূর্তের মুহূর্তের আপডেট চেয়েছে নবান্ন বলে খবর। ইতিমধ্যে সিকিমের মুখ্য়সচিবের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব। তিস্তা নদীর রুদ্ররোষের কারণে একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রয়োজনে এয়ারলিফট করা হতে পারে সেটারও আশ্বাস দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আমরা সেনার সঙ্গে যোগাযোগ রাখছি।'