মনে করে অবশ্যই ছাতাটি ব্যাগে ঢোকাতে হবে

বর্ষায় বাড়ি থেকে বেরোনোর সময়ে মনে করে অবশ্যই ছাতাটি ব্যাগে ঢোকাতে হবে। হুটহাট বৃষ্টিতে ছাতা খুবই প্রয়োজনীয়। অফিস কিংবা অন্য কোনও কাজে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি নামলে ছাতা আপনাকে বৃষ্টির জল গায়ে লাগা থেকে বাঁচাবে।

মাঝেমাঝেই রেনকোট পরতে হবে এখন

বৃষ্টির কারণ মাঝেমাঝেই রেনকোট পরতে হবে এখন। রেনকোট এমনিতে বেশ ভারী হয়। দীর্ঘক্ষণ পরে থাকার ফলে শরীর খুব ঘেমে যায়। সেই গন্ধে নিজের অস্বস্তি হতে থাকে। সে জন্য ব্যাগে এই সময়ে সুগন্ধি থাকা জরুরি।

সংক্রমণের ভয় বেশি থাকে

বর্ষায় সংক্রমণের ভয় বেশি থাকে। এখন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে স্যানিটাইজার ব্যবহার করতেই হবে। রাস্তায় দাঁড়িয়ে খাবার খাওয়ার আগে স্যানিটাইজার না মেখে খাওয়া ঠিক হবে না।