নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের রাজনৈতিক লড়াইয়ে সংবিধান বাঁচাতে হবে বলে জানালেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, "আজ সংবিধান দিবস। ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রচেষ্টায় জাতি সংবিধান পেয়েছিল। সংবিধানের কারণেই আমাদের গণতন্ত্র ও স্বাধীনতা শক্তিশালী ছিল। কিন্তু গত দশ বছর ধরে সংবিধানকে দুর্বল করার অপচেষ্টা চলছে। এই সংবিধান রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। ২০২৪ সালের রাজনৈতিক লড়াই সংবিধান বাঁচাতে হবে"।