নিজস্ব সংবাদদাতাঃ ৯ এপ্রিল, মঙ্গলবার অর্থাৎ আজ রাতে ঈদুল ফিতরের চাঁদ দেখা না যাওয়ায় ভারতের মুসলমানরা আরেকটি রোজার দিন পালন করবেন। উত্তরপ্রদেশের লখনউয়ে মারকাজি চাঁদ কমিটি ঈদগাহের তরফে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ইদগাহ ইমাম মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালির সিদ্ধান্তের ফলে ভারত এখন ১১ এপ্রিল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করবে। কাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আধিকারিকরা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে ১১ এপ্রিল দ্বীপপুঞ্জে ঈদুল ফিতর উদযাপিত হবে।