নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার জেদ্দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে জম্মু-কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/04/22/bFTZRpcGuFNlLXuzSy1p.jpg)
আল-ইসা এই হামলাকে ‘নৃশংস ও অমানবিক’ বলে উল্লেখ করেন এবং এতে যে নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের জন্য গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, 'সন্ত্রাসবাদ মানবতার শত্রু, এবং এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা জরুরি।' প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর এই সৌজন্য সাক্ষাৎ ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও মজবুত করার এক ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন কূটনৈতিক মহল।