নিজস্ব সংবাদদাতা: ‘মুসলিম সংরক্ষণ’ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, "সমস্ত দেশের জন্য এবং বিশেষ করে ST, SC, OBC-এর জন্য সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় হল, তেলেঙ্গানায় ৪ শতাংশ মুসলিম সংরক্ষণ চালু হয়েছে৷ এই ৪ শতাংশ মুসলিম সংরক্ষণ হল ST, SC, ওবিসি রিজার্ভেশনের ওপর হস্তক্ষেপ করা। আমরা নিশ্চিতভাবে বলেছি যে যখনই বিজেপি সরকার ক্ষমতায় আসবে, আমরা এখান থেকে মুসলিম রিজার্ভেশনের সমাপ্তি ঘটাব। আমি কংগ্রেসের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়ে বলতে চাই, তারা বলেছিল যে আমরা কৃষকদের ২ লক্ষ টাকা ঋণ মকুব করব। সোনিয়া গান্ধীর জন্মদিনে আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে তাদের সরকার গঠিত হলে তারা তা করবেন কিন্তু বাস্তবে তা আর হয়নি। এত দিন সরকার হওয়ার পর তারা বলেনি মুসলিম সংরক্ষণ হবে, কিন্তু কৃষকদের ২ টাকার ঋণও মকুব করা হয়নি। আবার মুসলিম সংরক্ষনের কথা বলছে”।