নিজস্ব সংবাদদাতা: দিল্লির (Delhi) তিহাড় জেলের (Tihar Jail) ভেতরের এক ভয়ঙ্কর ঘটনা এলো প্রকাশ্যে। জেলের ভেতর মাঝে মাঝে কয়েদিদের মধ্যে বিক্ষোভ, অশান্তি বা বিশৃঙ্খলা দেখা যায় কিন্তু তাই বলে হত্যা (Murder)? হ্যাঁ, এই ভিডিওতে দেখা গেলো তেমনই এক আঁতকে ওঠার মতো দৃশ্য। ঘটনাটি ২ মে ঘটেছে। জেলের ভেতর এক কক্ষের ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV)। তাতে দেখা গেছে যে প্রথমে একজন কয়েদি তার হাতিয়ার খুঁজতে থাকে এবং অন্য এক কয়েদি হঠাৎ করেই একটি ঘরে ঢুকে যায় আক্রমণাত্মক ভঙ্গিতে। তাকে ধাওয়া করে আরো একটা দল। ঘরের ভেতর থেকে এক কয়েদিকে মারতে মারতে বাইরে বের করে আনে কিছু কয়েদি। তারপরেই ঘটে সেই বীভৎস কাণ্ড।
দেখা যায় যে কয়েদিরা সেই ব্যক্তিকে মাটিতে ফেলে মারতে মারতে এমন পর্যায়ে চলে যায় যে শেষে রক্তপাত হয়ে সেখানেই মৃত্যু হয় তার। যারা হামলা করেছে তাদের প্রত্যেকের হাতে ছিল হাতিয়ার। সেটা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারা এমন দৃশ্য স্পষ্ট হয়ে উঠলো। আর এই কাণ্ড যে কয়েদিদের পূর্ব পরিকল্পিত ছিল সেটাও স্পষ্ট। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়ার পর থেকেই জেলের ভেতর কয়েদিদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তার থেকেও বড় বিতর্ক শুরু হয়েছে জেলের প্রশাসনকে নিয়ে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (CM Arvind Kejriwal) সরকার জেল এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ফলে এবার সাধারণ মানুষের রোষানলে পড়তে হয়েছে সরকারকে (AAP Govt)।