সইফ আলি খানের ওপর হামলার তদন্তে রাজ্যে মুম্বই পুলিশ! কী বের হল তদন্তে

সইফ আলি খানের ওপর হামলার তদন্তে রাজ্যে মুম্বই পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
nadia police


নিজস্ব সংবাদদাতা: অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার তদন্ত করতে মুম্বাই পুলিশ নদিয়ায় যাওয়ার বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার এএসপি মিট কুমার বলেছেন, "অফিসিয়াল তথ্য পাওয়ার পর তাদের যা যা সহায়তা প্রয়োজন আমরা তা দেব। তদন্ত চলছে। মুম্বাই পুলিশ লিড পেয়ে কোতোয়ালি থানা এলাকায় গেছে। যখনই কিছু বেরিয়ে আসবে তখনই পুলিশ একটি অফিসিয়াল আপডেট শেয়ার করবে।"