নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ সম্পর্কে শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউত বলেছেন, “আমাদের শিবসেনা এবং এনসিপির অজিত পাওয়ারও চলে গিয়েছিলেন, কী হয়েছে? এরা বেইমান ও কাপুরুষ যারা ইডির ভয়ে দেশ ছেড়েছে। লোকে বলে কংগ্রেস মধ্যপ্রদেশ নির্বাচনে হারতে পারত না, কিন্তু কমলনাথের মতো লোকেরা নির্বাচনে নাশকতা চালিয়েছে। কিন্তু আমার মনে হয় না উনি কংগ্রেস ছাড়বেন। যে চায় চলে যেতে পারে, কাপুরুষ ও দুর্নীতিবাজরা দল গঠন করে না, দলের কর্মীরা। কেউ যদি কোনো দল ছাড়তে চান, যাতে তার ছেলে নির্বাচনে জয়ী হতে পারেন, চলে যেতে পারেন।”