নিজস্ব সংবাদদাতা : আজ মুম্বাই থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI119-এ নিরাপত্তা সংক্রান্ত গোলযোগ শনাক্ত করা হয়। যারফলে মাঝ আকাশ থেকেই ফের মুম্বাইয়ে ফিরে আসে এই বিমানটি।
/anm-bengali/media/media_files/s2y6Yb4DKwX70bLdy89t.jpg)
এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, "আজ, ১০ মার্চ ২০২৫, মুম্বাই থেকে নিউ ইয়র্কগামী একটি বিমান চলাকালীন তাতে নিরাপত্তা সংক্রান্ত গোলযোগ শনাক্ত করা হয়। প্রোটোকল অনুযায়ী, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমানটি ফের মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়। বিমানটি স্থানীয় সময় সকাল ১০:২৫-এ নিরাপদে অবতরণ করেছে।"