নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা ভোট নিয়ে জোরকদমে চলছে প্রস্তুতি। মহারাষ্ট্রের বঞ্চিত বহুজন আঘাড়ির (ভিবিএ) সভাপতি প্রকাশ আম্বেদকর বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী কিছু তথ্য জানেন না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মুসলিমদের জন্য শিক্ষাগত সংরক্ষণের পক্ষে দাঁড়িয়েছে। একবার সুপ্রিম কোর্ট সেই সংরক্ষণের পিছনে দাঁড়িয়েছে। অর্থাৎ, এরপর আর এমন কোনও জায়গা নেই যেখানে সংসদ এতে হস্তক্ষেপ করবে। এবার মুসলিমদের জন্য শিক্ষা সংরক্ষণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর তা হল হিন্দু ভোট আনা। প্রধানমন্ত্রী মোদী বলছেন যে আমরা সেই ৫ শতাংশ সংরক্ষণ বাতিল করব।”